skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতালাগাতার ইভিএম বোতামে চাপ, ভাইরাল ভিডিয়োর অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস

লাগাতার ইভিএম বোতামে চাপ, ভাইরাল ভিডিয়োর অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস

Follow Us :

কলকাতা:  পুরভোটে ছাপ্পা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিস৷ ধৃতের নাম গৌরব দাস। তাঁর বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে৷ এফআইআর  দায়ের হয় বটতলা থানায়৷ এমনকী লাগাতার ইভিএমের বোতাম চাপার ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে৷ এ দিকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই বটতলা থানার অরবিন্দ সরণির বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিস। 

কলকাতা পুরভোটের পরেই একটি ভিডিয়ো ভাইরাল হয়। যে ভিডিয়ো এক ব্যক্তি ইভিএমে ভোট দেওয়ার সময় রেকর্ড করেছেন। যাতে দেখা যাচ্ছে, ইভিএমের জোড়াফুল চিহ্নের বোতাম একাধিক চাপছেন তিনি (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)। নানান অঙ্গভঙ্গিতে তৃণমূলে ভোট দেওয়ার আহ্বান করছেন৷ 

আরও দেখা গিয়েছে, এক, দুই, তিন, চার একই ব্যক্তি পর পর চার বার তৃণমূল কংগ্রেসে ভোট দিলেন। এরপরেই বুথে থাকা প্রিসাইডিং অফিসারকে উদ্দেশ্যে বললেন পাঁচ নম্বরটা দেব? যদিও পাঁচ নম্বর বার ভোট দেওয়ার আগেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। এই ভিডিয়োতে সবার কথাবার্তা বাংলাতেই। এমনকী ছাপ্পা ভোট দেওয়ার মাঝে নিজের মুখও দেখিয়েছেন ওই ব্যক্তি। 

আরও পড়ুন- Haldia IOC fire: হলদিয়ার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই ভিডিয়োতে থাকা গৌরব দাস নামে ৩৩ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। যদিও জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত পুলিসকে জানিয়েছেন, ‘মক পোলের’ সময় ওই ভিডিয়োটি শ্যুট করেন তিনি। অর্থাৎ ইভিএম মেশিন ঠিক আছে কিনা দেখার জন্য যে পরীক্ষা করা হয় সেই সময় ওই ভিডিয়োটি বানিয়েছেন তিনি। আদতে ওটি বুথে গিয়ে ছাপ্পা ভোট দেওয়ার ভিডিয়ো নয়। যদিও পুলিস গোটা ঘটনার তদন্ত করতে চাইছে। এ কারণে বুধবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে বটতলা থানা সুত্রে খবর৷

এ দিকে গত ১৯ তারিখ কলকাতা পুরনির্বাচনের ভোটগ্রহণের দিনই ভাইরাল ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল৷ বিজেপি মহিলার মোর্চা সভানেত্রীর অভিযোগ,  ঘটনাটি ১৮ নম্বর ওয়ার্ডে ঘটেছে। সেখানকার বিজেপির প্রার্থীর নামও উল্লেখ করেছেন তিনি। যদিও এই বিষয়ে কোনও প্রমাণ এখনও পায়নি পুলিস।

এই সেই ভিডিয়ো। যেটি শেয়ার করেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল ।

RELATED ARTICLES

Most Popular